ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় যুবক নিহত দুর্ঘটনাস্থল

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের সড়ক দুর্ঘটনায় রাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, তার বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৮ বছর।

বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সায়দাবাদ জনপদ মোড়ের ঠিক উপরে হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় রাকিব নামে ওই যুবক মোটরসাইকেলে ছিলেন। হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় ওই যুবক নিহত হন। তবে কোন যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

ঘটনাস্থল থেকে একটি সূত্র জানায়, ওই যুবকের মাথা পুরো থেঁতলে গেছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।