ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

 

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চূড়খাই পশিমপাড়ার জামতলা সংলগ্ন আব্দুল কদ্দুস চেয়ারম্যানের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আবুল খায়ের (৬০) ও তার কলেজ পড়ুয়া ছেলে ফরহাদ হোসেন (২০)।

আহতরা হলেন-আবুল হাসিম (৫৫), তার ছেলে সাঈদ হোসেন (২১) ও নিহত আবুল খায়েরের আরেক ছেলে রিয়াদ হোসেন (২২)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।