ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পশুর নদীর চরে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
পশুর নদীর চরে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ -ফাইল ছবি

বাগেরহাট: বাগেরহাটের রামপালে পশুর নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ পাওয়া গেছে। কবর পেয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পশুর নদীর রনজায়পুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

তার আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর হবে। পরনে লাল পেটিকোট ও সোয়েটার এবং হাত ও পায়ে বিভিন্ন ধরনের রাবার ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছউদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। তা বয়স হবে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। পরনে লাল পেটিকোট ও সোয়েটার এবং হাতে শাখাসহ নানা ধরনের রাবার ছিল। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি বলেন, ধারণা করছি ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপরও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় জানতে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।