ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় মর্টার শেল উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
আখাউড়ায় মর্টার শেল উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।  

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার চাঁনপুর গ্রামের একটি ডোবা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, উপজেলার চাঁনপুর গ্রামের আবু মিয়া দুই দিন আগে তার বাড়ির সামনে ছোট্ট একটি টিলা থেকে মাটি নিচ্ছিলেন। এ সময় সেলটি পাওয়া যায়। পরে সে বস্তুটি সম্পর্কে কোনো রকম ধারণা না থাকায় সেটি ডোবায় ফেলে দেন। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার বিকেলে মর্টার শেলটি ডোবা থেকে বের করে আনা হয়।  

তিনি আরও জানান, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে সেনবাহিনীর ডিসপোজাল টিমের সঙ্গে যোগাযোগ করে মর্টার শেলটি নিস্ক্রীয় করার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।