ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আবারও বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
নওগাঁয় আবারও বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

নওগাঁ: আবারও নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে ঠাণ্ডা বাতাসের পরিমান বেশি থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা  হয়েছে ৭ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস।

নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েকদিন জেলায় শীতের তীব্রতা অনেকটা কম ছিল। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে ঠাণ্ডার প্রকোপ আবারও বেড়েছে। আগামী বেশ কয়েকদিন জেলার তাপমাত্রা নিম্নমুখী থাকতে পারে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।