ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে মেয়র উপ-নির্বাচনে জয়ী আব্দুস সালাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
দুর্গাপুরে মেয়র উপ-নির্বাচনে জয়ী আব্দুস সালাম সংগৃহীত ছবি

নেত্রকোনা: নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় নির্বাচন কার্যক্রম।

তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে।

দুর্গাপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ০৬৬ ও মহিলা ভোটার ১০ হাজার ৭১৫ জন। এবার প্রথম বারের মতো দুর্গাপুরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম ৬ হাজার ৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে শুভেন্দু সরকার পিন্টু পেয়েছেন ২ হাজার ৭৩০ ভোট এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবদুল মান্নান হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৬৭ ভোট।

সন্ধ্যায় ভোট গণনা শেষে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করায় শূন্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।