ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দেশে প্রথমবারের মতো প্রো-বোনো কনফারেন্স অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
দেশে প্রথমবারের মতো প্রো-বোনো কনফারেন্স অনুষ্ঠিত প্রো-বোনো কনফারেন্সে বক্তারা-ছবি-বাংলানিউজ

ঢাকা: দেশে প্রথমবারের মতো প্রো-বোনো কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

‘ফার্স্ট ন্যাশনাল প্রো-বোনো কনফারেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক শিরোনামে প্রো-বোনো ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের চেয়ারম্যান ড. বশির আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট ফরহাদ হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, যুক্তরাজ্যের প্রো-বোনো রিসোর্স পার্সন ব্যারিস্টার মোহাম্মদ মুজিবুল হকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রো-বোনো একটি ল্যাটিন শব্দ। দরিদ্র এবং অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সেবা দেওয়া বোঝাতে এই শব্দ ব্যবহৃত হয়।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।