ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

মেহেরপুরে ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
মেহেরপুরে ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

মেহেরপুর: মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তসলেম উদ্দীন মিস্ত্রি (৬০) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর ৪ বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিল। তসলেম উদ্দিন মিস্ত্রি  শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি ঘাসক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আইনে একটি মামলা করেন।

বিচারক দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(১) ধারায় তসলেম উদ্দীনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রোকেয়া খাতুন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম।

তবে আসামি পক্ষের আইনজীবী  একেএম আসাদুল আলম বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।