ফেনী: ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকাণ্ডের ঘটনায় করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও মো. ফারুক তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আদালত সূত্রে জানা যায়, আন্দোলনে কলেজ শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ হত্যা মামলার আসামি বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
একইদিন ফেনী মডেল থানায় করা সবুজ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আমির হোসেন বাহারকে তিন দিন ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, আবুল খায়ের, ছাত্রলীগ নেতা ইমরান হাসান ফাহিমকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এ নিয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ফেনী মডেল থানায় করা পৃথক দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদের রিমান্ড আবেদন করেন। আদালত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে নির্বিচারে গুলি করে অস্ত্রধারীরা। এতে নয়জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি ও সিসি ফুটেজ অনুযায়ী, অস্ত্রধারীরা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসএইচডি/আরএইচ