ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

জবানবন্দি শেষে কারাগারে ৭ খুনের আসামি আকাশ মণ্ডল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
জবানবন্দি শেষে কারাগারে ৭ খুনের আসামি আকাশ মণ্ডল মঙ্গলবার সন্ধ্যায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে কারাগারে নেওয়া হয়

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামের জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফানের সাত দিনের রিমান্ড শেষ হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ড শেষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে হাজির করা হয় আকাশ মন্ডলকে। এরপর দীর্ঘ সময় জবানবন্দি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আদালত থেকে পুলিশের কঠোর নিরাপত্তায় চাঁদপুর কারাগারে পাঠানো হয়।

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) কুহিনুর বেগম বলেন, সাত দিনের রিমান্ডে তদন্তকারী কর্মকর্তা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। তাকে আদালতে হাজির করার পর বিচারক জবানবন্দি নিয়েছেন।  

তিনি বলেন, আসামি এ খুনের ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন। এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বল্প সময়ের মধ্যে এ মামলার বিচারকার্য সম্পন্ন করা সম্ভব হবে। আমাদের আইন কর্মকর্তারা সরকারকে সহযোগিতা করছেন এবং সহযোগিতা অব্যাহত থাকবে।

তবে আদালতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ২৪ ডিসেম্বর রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি জেলার ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে।

গত ২৩ ডিসেম্বর চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা মাঝেরচর খালের মুখে নোঙর করে রাখা সারবাহী জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

পরে এ ঘটনায় হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ মামলা করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।