ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচদিনের জোড় ইজতেমা শুরু হয়েছে। প্রতিবছর বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে টিনশেড মসজিদে শুরায়ী নেজামের জোড় শুরু হয়।

বিশ্ব ইজতেমার শুরায়ী নেজাম অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি (দিনলিপি) ও বড়দের রাহবারী নেওয়ার সুযোগ পান। যার জন্য উনারা পুরো বছর অপেক্ষায় থাকেন। জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরের শুরায়ী নেজামের মুরুব্বিরা একত্রিত হয়েছেন। পাঁচদিনের জোড় দাওয়াতের কাজের এক গভীর পদরেখা এখান থেকে অঙ্কিত হয়। দাওয়াতের এই মেহনতকে তার সহি নেহাজ ও রোখের উপর ঠিক রাখতে এই জোড় হয়ে থাকে। এই জোড়ে কেবল তিন চিল্লার সাথী ও কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেম ছাড়া অন্য কারও উপস্থিতিত হওয়ারও সুযোগ নেই। জোড় থেকে আগামী এক বছর কাজের ব্যাপারে সঠিক রাহবারী পাওয়া যায়। পুরো বছরের কাজের পরিকল্পনা নেওয়া হয়। দোয়ার মাধ্যমে আগামী ০৩ ডিসেম্বর এ জোড় শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।