ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইসলাম

আখেরি মোনাজাতে শেষ হলো সিরাজগঞ্জ জেলা ইজতেমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আখেরি মোনাজাতে শেষ হলো সিরাজগঞ্জ জেলা ইজতেমা

সিরাজগঞ্জ: আখেরি মোনাজাতে হাজার হাজার মুসল্লির আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা ইজতেমা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্টে আয়োজিত জেলা ইজতেমায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন মাওলানা শামসুদ্দিন।

মোনাজাতে জেলার নয় উপজেলা ছাড়াও রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে হাজার হাজার মুসল্লি অংশ নেন।

এর আগে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। জেলা তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লির স্বেচ্ছাশ্রমের বিনিময়ে ইজতেমাস্থল প্রস্তুত করা হয়।

তাবলিগ জামাতের জেলা ফয়সাল সূরা সদস্য ডা. এস এম নাজিম উদ্দীন জানান, আমিন আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখর হয়ে ওঠে। এছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নতের কথা আলোচনা করেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, সুন্দর পরিবেশে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।