ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্মাতা ইমতিয়াজ আলীর শরণাপন্ন জম্মু-কাশ্মির সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
নির্মাতা ইমতিয়াজ আলীর শরণাপন্ন জম্মু-কাশ্মির সরকার

স্থানীয় শিল্প-সংস্কৃতি প্রচারের জন্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ইমতিয়াজ আলীকে আমন্ত্রণ জানিয়েছে জম্মু ও কাশ্মির সরকার।  

স্থানীয় শিল্পী ও যুবকদের প্রশিক্ষণের জন্য সরকার তাকে সব ধরনের সহায়তা দেবে।

 

জম্মু ও কাশ্মিরে অনেক ছবির চিত্রায়নের অভিজ্ঞতাসম্পন্ন এই পরিচালক স্থানীয় শিল্পীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।  

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী বলেন, জম্মু ও কাশ্মিরের শিল্পীদের মধ্যে তিনি যে সংস্কৃতি, শিল্প ও প্রতিভা খুঁজে পেয়েছেন তা দেখে তিনি বিস্মিত।

তিনি বলেন, এখানকার সংস্কৃতি এতটাই গভীর যে তা সম্পূর্ণভাবে প্রকাশ করতে হলে অনেক উদ্যোগ গ্রহণ করতে হবে।

মঙ্গলবার সংস্কৃতি ও পর্যটন সচিব সারমাদ হাফিজ, প্রত্নতত্ত্ব ও জাদুঘরের পরিচালক মনির উল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।  

আলী আরও বলেন, স্থানীয় প্রতিভা, শিল্পী, সংগীত এবং বাদ্যযন্ত্র ব্যবহার করে স্থানীয়ভাবে কাজ করাতে তিনি ফিরে এসেছেন।

ভারতের বিহারে জন্ম নেওয়া প্রখ্যাত এই চলচ্চিত্র পরিচালক বলেন, তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত যে পুরনো, ঐতিহ্যবাহী যেসব লোককাহিনী আছে, সেগুলো সেরা সিনেমাটিক উপস্থাপনায় অনুবাদ করা যেতে পারে। আর এখানকার যুবসমাজের দক্ষতা বিশ্বকে জানানোর জন্য এগিয়ে আসতে হবে।

বলিউডে ইমতিয়াজ আলীর চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জাব উই মিট, লাভ আজকাল, রকস্টার, লায়লা মজনু ইত্যাদি।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।