ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আলেপ্পো, রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আলেপ্পো, রাশিয়ার হামলা

সিরিয়ায় বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম প্রদেশের আলেপ্পোর বেশির ভাগ অংশ দখলে নিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানায়।

রাশিয়ার বাহিনী শনিবার ভোরে আলেপ্পোর কিছু অংশে বিমান হামলা চালায়। ২০১৬ সালের পর প্রথমবারের মতো এই শহর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলো।

এসওএইচআর বলছে, বুধবার থেকে শুরু হওয়া আক্রমণে ২০ বেসামরিকসহ তিন শতাধিক লোকের প্রাণ গেছে। খবর বিবিসির।

এবারের আক্রমণ গত কয়েক বছরের মধ্যে সিরিয়া সরকারের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ। এর আগে ২০১৬ সালে আলেপ্পো থেকে বিদ্রোহীদের সরিয়ে দিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল-আল আসাদের বাহিনী।  

সিরিয়ার সামরিক বাহিনী শনিবার নিশ্চিত করে, বিদ্রোহীরা শহরের বিশাল অংশে প্রবেশ করেছে। সংঘাতে কয়েক ডজন সেনা নিহত হয়েছে।

এক বিবৃতিতে সিরিয়ার সরকারি বাহিনী বলেছে, পাল্টা আক্রমণের প্রস্তুতির জন্য সাময়িকভাবে আলেপ্পো থেকে সেনাদের প্রত্যাহার করা হয়েছে।

আলেপ্পোর বিমানবন্দর এবং শহরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সামরিক সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে।

শনিবার সকালে এসওএইচআর বলে, বিদ্রোহীরা উল্লেখযোগ্য প্রতিরোধের মুখোমুখি না হয়েই শহরের অধিকাংশ অংশ দখল করতে সক্ষম হয়েছে।  

সিরিয়ার সরকারি বাহিনীর সেনাদের তুলে নেওয়ায় কোনো ধরনের লড়াই হয়নি। এক মুখপাত্র বিবিসিকে এমনটি বলেন। তিনি বলেন, সিটি কাউন্সিল, পুলিশ স্টেশন, গোয়েন্দা অফিস- সব শূন্য। এমনটি এর আগে হয়নি।

শুক্রবার সকালে সরকারি বাহিনী বলেছিল, তারা আলেপ্পো এবং ইদলিব প্রদেশের কয়েকটি শহরের পুনর্দখলে নিয়েছে।

তবে ইদলিব এখনো বিরোধীদের শক্ত ঘাঁটি। এর বড় অংশ নিয়ন্ত্রণ করছে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)। তবে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের একাংশ ও তুর্কি বাহিনীও সেখানে অবস্থান করছে।

এসওএইচআর সিরিয়ার কিছু নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। তাদের খবর অনুযায়ী সিরিয়া ও রাশিয়ার বিমানগুলো শুক্রবার ইদলিবের কাছাকাছি অন্তত ২৩ বার বিমান হামলা চালিয়েছে।

২০১১ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অভিযানের পর দেশটিতে গৃহযুদ্ধে অন্তত পাঁচ লাখ মানুষ নিহত হন।  

জিহাদিসহ যে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাদ সরকারের বিরোধিতা করেছিল তারা দেশটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছিল। পরে সিরিয়া সরকার রাশিয়া ও অন্য সহযোগীদের সহায়তায় দেশটির অধিকাংশ এলাকা পুনর্দখলে নেয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।