ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে: কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে: কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রতি দৃঢ় সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং মস্কোর সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে সম্মত হয়েছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম এ খবর জানায়।

কিম বলেন, ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের ফল এবং রাশিয়ার আত্মরক্ষায় লড়াই করার অধিকা রয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শনিবার এ খবর প্রকাশ করে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট চলতি মাসে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার আর্মি ট্যাকটিকেল মিসাইল সিস্টেমস (এটিএসিএমএস) ব্যবহারের অনুমতি দেন।

শুক্রবার পিয়ংইয়ংয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভের সঙ্গে বৈঠককালে কিম জং উন সাম্রাজ্যবাদী পদক্ষেপের বিরুদ্ধে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ান ফেডারেশনের নীতির প্রতি সমর্থনের আশ্বাস দেন।  

রাশিয়া ও উত্তর কোরিয়া তাদের সামরিক সম্পর্ক গভীর করেছে, এবং পিয়ংইয়ং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তা করতে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে।  

কিম ও বেলুসভ দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারে একমত হয়েছেন।

উত্তর কোরিয়া সম্পূর্ণরূপে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থন করেছে। নিজেদের সমর্থনকে পিয়ংইয়ং ন্যাটোর অবিবেচনামূলক পূর্বদিকে অগ্রসর হওয়ার নীতি এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগগুলোর বিরুদ্ধে রাশিয়ার অবস্থান রক্ষায় প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।  

কিম রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলার অনুমতি দেওয়ার মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি এ সিদ্ধান্তকে সংঘাতে সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন। পাশাপাশি এটি তার কাছে রাশিয়া-বিরোধী পদক্ষেপ।  

বাংলাদেশ সময়: ১৯১৪  ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।