ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ভারত

মোদির ওপর আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়ে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
মোদির ওপর আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়ে চিঠি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য দপ্তরে এলো মালায়ালাম ভাষায় লেখা এক উড়োচিঠি।  

তাতে, আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভাগ্য বরণ করতে হবে নরেন্দ্র মোদিকেও। রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল যেভাবে।

গত সপ্তাহে বিজেপির কেরালা রাজ্যের সভাপতি কে সুরেন্দ্রনের দপ্তরে এ হুমকির চিঠি পাঠানো হয়। পরে চিঠিটি তিনি পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভারতীয় পুলিশ জানায়, এন কে জনি নামে এক ব্যক্তির নামে কোচি থেকে এই চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে। জনিকে খুজে বের করে তার বাড়ি যায় পুলিশ। তিনি পুলিশকে জানান, এমন কোনো চিঠি তিনি পাঠাননি।  

জনির দাবি, তাকে ফাঁসাতে তার নাম ব্যবহার করে অন্য কেউ এ চিঠি পাঠিয়ে থাকতে পারেন।  

তবে জনির হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখে কোনো মিল পায়নি পুলিশ।

হুমকির চিঠি প্রেরককে খুঁজে বের করতে না পারায় পুলিশের সমালোচনা করেছেন কেরালায় বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন।  

কারণ, আগামী সোমবার দুই দিনের কেরালা রাজ্য সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তার আগেই এমন হুমকির চিঠিকে সাধারণভাবে নিচ্ছেন না তিনি।

তিনি বলেন, কেরালা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিভিআইপি নিরাপত্তা পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এই রাজ্যে ধর্মীয় চরমপন্থী দলগুলো খুব শক্তিশালী এবং সক্রিয়। এ পরিস্থিতিতে সরকারপ্রধানের নিরাপত্তাসংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমে ফাঁস হওয়া গ্রহণযোগ্য নয়।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।