ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নারায়ণগঞ্জে বিভিন্ন প্রজাতির পাখিসহ কচ্ছপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
নারায়ণগঞ্জে বিভিন্ন প্রজাতির পাখিসহ কচ্ছপ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কালিরবাজার চারারগোপ এলাকা থেকে ১০টি টিয়া, ৪টি ঘুঘু, একটি ময়না ও ১০টি কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (০১ নভেম্বর) রাতে চারারগোপ এলাকার ফলের আড়তের একটি খামার থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক কিংবা জরিমানা করা হয়নি।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি খামার থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়েছে। তবে খামারের মালিকসহ সকলেই স্বীকার করেছেন তারা এ ব্যাপারে নিষেধাজ্ঞা বা কোনকিছু জানতেন না। এবং তারা খুব আন্তরিকভাবে সহযোগিতায় করায় তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাণীগুলো ঢাকার আগারগাঁওয়ের বন বিভাগে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।