ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কক্সবাজারে জনপ্রশাসন অ্যাকাডেমির ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
কক্সবাজারে জনপ্রশাসন অ্যাকাডেমির ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল

ঢাকা: কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বন্দোবস্ত দেওয়া ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার।

সোমবার(১১ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন ৷

তিনি বলেন, আমাদের (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের) অনুরোধের প্রেক্ষিতে বনভূমির এ বরাদ্দ বাতিল করা হয়েছে।

তিনি বলেন, একটা ভালো খবর দিতে চাই ভালো খবরটা হলো, ৭০০ একর রক্ষিত বনভূমি এটা কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য বন বিভাগের আপত্তি উপেক্ষা করে বরাদ্দ দেওয়া হয়েছিল। এটা কিন্তু বেশ সমৃদ্ধ একটা বন এবং এখানে ভালো রকমের বন্য প্রাণী আছে। এটার বিরুদ্ধে (বরাদ্দের বিরুদ্ধে) আদালতের শরণাপন্ন হয়েছিল কেউ। আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছিলাম ২৯ আগস্ট ২০২৪ তারিখে। যে এটা বাতিল করে দেওয়া হোক বন বিভাগের আপত্তি উপেক্ষা করে বরাদ্দ দেওয়া হয়েছে।  

রিজওয়ানা হাসান আরও বলেন, বাংলাদেশের বনভূমির পরিমাণ অনেক কম। জীববৈচিত্র্যও বন্যপ্রাণী হুমকির মুখে। আশেপাশের দেশে এমনকি আমাদের দেশেও সংসদ ভবন, বিমানবন্দরও ৭০০ একর জমির ওপরে না। তাহলে প্রশাসন ক্যাডারের একটা অ্যাকাডেমির জন্য আমাদের ৭০০ একর জমি কেন লাগবে এবং যেখানে ভালো বন এবং বন্যপ্রাণীও রয়েছে। সেটার প্রেক্ষিতে গত ১০ নভেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ বাতিল করা হয়েছে। তার মানে হল বন বিভাগ থেকে চলে যাওয়া জমি আমরা ফেরত আনতে সক্ষম হলাম। ২০২১ সালে এ জমি বরাদ্দ দেওয়া হয়েছিল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।