ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গলাচিপায় জেলের জালে ২শ বছর বয়সী কচ্ছপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
গলাচিপায় জেলের জালে ২শ বছর বয়সী কচ্ছপ দুশো বছর বয়সী কচ্ছপ

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পক্ষিয়া গ্রামের মো. সাইফুল ইসলাম নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বিশাল আকৃতির এক সামুদ্রিক  কচ্ছপ।  

রোববার (২৪ নভেম্বর) সকালে আগুনমুখা নদীতে জেলেদের জালে কচ্ছপটি ধরা পড়লে আইন না জানার কারণে তার বাড়িতে রেখেছিলেন সাইফুল।

এসময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন। কচ্ছপটি এক নজর দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় করে।

পরে বন বিভাগের গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পক্ষিয়া বিট কর্মকর্তা জামাল হোসেন ও অ্যানিমেলস লাভার এর টিম লিডার মো. সোহেল হোসেন রাসেল উদ্ধারকৃত কচ্ছপটি পানপট্টি লঞ্চঘাট এলাকার সাগর মোহনা কেন্দ্রিক নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়।

গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান ধারণা করা হচ্ছে কচ্ছপটির আনুমানিক বয়স দেড় থেকে দুইশ বছর হতে পারে। এসময় আমরা স্থানীয় জেলেদের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ সম্পর্কে অবহিত ও সচেতন করেছি। তাদের জালে এমন কচ্ছপ, ডলফিন জাতীয় প্রাণী ধড়া পড়লে তারা যেন সেগুলো না মেরে নদীতে অবমুক্ত করে দেয়।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।