ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাংলানিউজ এক্সক্লুসিভ: হাওরের জলে বিম্বিত সুপারমুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বাংলানিউজ এক্সক্লুসিভ: হাওরের জলে বিম্বিত সুপারমুন ছবি: রেজওয়ান আহাম্মেদ তৌফিক

সুপারমুন মানে মায়াবী চাঁদে ভরা জোছনা, রূপালী আলোয় আলোকিত বিশ্ব চরাচর। আর হাওরের নিস্তরঙ্গ জলে সুপারমুনের প্রতিবিম্ব তো আরো বেশী মায়াময়।

এমনই এক অপরূপ সুপারমুন ধরা পড়লো রাষ্ট্রপতি পুত্র ও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের এমপি রেজওয়ান আহাম্মেদ তৌফিক এর স্মার্টফোনে।

রোববার দিবাগত রাতে নিজের নির্বাচনী এলাকায় নিজের বাড়ি মিঠামইনের হাওরে তিনি ফ্রেমবন্দি করেন টলোমলো হাওরের জলে খেলতে থাকা সুপারমুনের প্রতিবিম্ব।

এ যেনো জলের সঙ্গে জোছনার মিলন। রূপালী চাঁদটাই যেনো হাওরের জলে মায়াবী প্রতিবিম্ব ছড়িয়ে জলকেলিতে মত্ত।

এক্সক্লুসিভ এই ছবিটি বাংলানিউজে পাঠিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহফুজ পারভেজ।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।