ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দোকানের অ্যাকুরিয়াম থেকে ২১ কচ্ছপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ১, ২০২৪
দোকানের অ্যাকুরিয়াম থেকে ২১ কচ্ছপ উদ্ধার

বরিশাল: অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কচ্ছপ বিক্রির সময় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২১টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১ জুন) সকালে বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আবু সুফিয়ান সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে শুক্রবার (৩১ মে) রাতে নগরীর ভাটিখানা এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।  

আবু সুফিয়ান সাকিব জানান, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে অবৈধভাবে কচ্ছপ বিক্রি করে আসছিল একটি চক্র। খবর পেয়ে সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় বন বিভাগ ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে ওই দোকানের অ্যাকুরিয়াম থেকে বিলুপ্ত প্রজাতির ২১টি কচ্ছপ উদ্ধার করা হয়, যা পরে বনকর্মীদের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দোকানি প্রথমবার অপরাধ করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানকালে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী গ্রুপের সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ০১, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।