ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্রাজিলের লুঙ্গি, জিতি বা হারি গিট্টু খুলবো না: অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
ব্রাজিলের লুঙ্গি, জিতি বা হারি গিট্টু খুলবো না: অমিতাভ

বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হওয়ার বাকি আর মাত্র কয়েক দিন। ইতোমধ্যেই বিভিন্ন দলের ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল উম্মাদনা।

পছন্দের দলের পতাকা, জার্সিসহ বিভিন্ন উপকরণ কেনায় ব্যস্ত সমর্থকরা। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পছন্দের দল ব্রাজিলের জার্সি ডিজাইনের লুঙ্গি পরে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সঙ্গে ‘আয়নাবাজি’খ্যাত এই নির্মাতা লেখেন, ‘সবাইকে ব্রাজিলের লুঙ্গি কিনে দিসে। জিতি বা হারি গিট্টু খুলবো না। ’

অমিতাভ ও কয়েকজন মিলে ফেসবুকে লুঙ্গি পরা ছবি পোস্ট করার এক ঘণ্টায় তিন হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে। এরমধ্যে হা হা দেড় হাজারের বেশি, লাইক এক হাজার ও লাভ রিয়্যাক্ট পড়েছে পাঁচশত।  

এই পোস্ট কমেন্টে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, সঙ্গে ভালোবাসার ইমু দিয়েছেন। এছাড়াও অভিনেতা জামিল হোসেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ভাই আমারটা কই। ’ তার সঙ্গে হাসির রিয়্যাক্ট দিয়েছেন। ।

এছাড়াও অমিতাভের এই পোস্টে দিলরুবা দোয়েল, রওনক হাসান, বিজরী বরকতুল্লাহসহ কমেন্টে করছেন শোবিজ অঙ্গেনের অনেকেই।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।