ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

নাগা-শোভিতার বিয়ে আজ, যেসব চমক থাকছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
নাগা-শোভিতার বিয়ে আজ, যেসব চমক থাকছে শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্য

কয়েক ঘণ্টা পরেই চার হাত এক হবে ভারতের দক্ষিণী সিনেমার তারকা শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যের। যে বিয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দক্ষিণ ভারত, সেই বিয়েতে রয়েছে এক ডজন চমক।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই সাজ সাজ রব। গেল দু’মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে হায়দরাবাদে পারিবারিক স্টুডিওতে বসেছে এই জুটির বিবাহবাসর।

আগেই জানা গিয়েছিল, ঐতিহ্যবাহী ভাবেই বিয়ে করতে চাইছেন নাগা-শোভিতা। যেখানে নিমন্ত্রিতের তালিকাতেও থাকবেন শুধু আত্মীয় পরিজন এবং ঘনিষ্ট বন্ধু, সহকর্মীরা।

ঘনিষ্ঠ সূত্রে বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তাদের বিয়েতে অতিথি হিসাবে দেখা যেতে পারে দক্ষিণী তারকা চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবারকে। দেখা যেতে পারে ব্যডমিন্টন তারকা পিভি সিন্ধু ও তার পরিবারকেও। এছাড়াও উপস্থিত থাকতে পারেন রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদ্গরও। থাকতে পারেন এসএস রাজামৌলি এবং প্রভাসও।

জানা গেছে, ঠাকুরদার মতোই ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরে বিয়ে করতে যাবেন নাগা চৈতন্য। প্রথম বিয়ের মতো, এবার আর কোনও এক্সপেরিমেন্টে যেতে চাইছেন না অভিনেতা। বরং ঐতিহ্য মেনেই বিয়ের সমস্ত রকম রীতিনীতি মানবেন অভিনেতা। আর সেই কারণেই জনপ্রিয় স্টুডিওতেই বিয়ে সারবেন। পরিবারের বয়ষ্করা যাতে বিয়েতে অংশ নিতে পারেন, সেই কারণেই এমন ভেন্যু বেছে নিয়েছেন নাগা।

অন্যদিকে শোভিতাও বিয়ের দিন ঐতিহ্যবাহী শাড়িই পরবেন। সম্ভবত তিনি বেছে নেবেন আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি। আর সঙ্গে থাকবে ঐহিত্যবাহী সোনার গয়না। এ ব্যাপারে দক্ষিণী স্টাইলকেই বেছে নিয়েছেন শোভিতা।

আট ঘণ্টা ধরে সমস্ত রীতি মেনে নাগা ও শোভিতা বিয়ে করবেন বলে জানা গেছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই এই বিয়ের খুঁটিনাটি জানতে হন্যে হয়ে পড়েছে অনুরাগীরা। তবে খুশির খবর, কড়া নিরাপত্তায় মোড়া এই বিয়ের আসরে পাপারাজ্জিদের ক্যামেরা ঢুকতে না পারলেও, নাগা-শোভিতার বিয়ে দেখতে পাবেন গোটা দুনিয়া। আর এই ব্যবস্থা করে দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম!

হ্যাঁ, ওটিটিতেই মুক্তি পাবে নাগা ও শোভিতার বিয়ের ভিডিও। নেটফ্লিক্সের কাছে তাদের বিয়ের স্বত্ব ৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে খবর! তবে এই খবর রটে গেলেও, নাগা ও শোভিতার পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।