ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

‘আহত ভালোবাসার ঘ্রাণ’-এ আরশ-তিশা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
‘আহত ভালোবাসার ঘ্রাণ’-এ আরশ-তিশা 

কিছুদিন আগে ‘আহত ভালোবাসার ঘ্রাণ’ শিরোনামে একটি একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেন আরশ খান ও তাসনুভা তিশা। এবার মিনারা ফিল্মের ইউটিউব চ্যানেলে মুক্তি পেল নাটকটি।

নাটকটি নির্মাণ করেছেন এম এইচ রাসেল। রচনা, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সিফাত হোসেন। আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন বাসার বাপ্পি, শম্পা নিজাম, মিলি মুন্সি, রুবাইয়া আরফিন প্রমুখ।

এ নাটক প্রসঙ্গে নির্মাতা এম এইচ রাসেল বলেন, ‘আহত ভালোবাসার ঘ্রাণ’ নাটকটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি, নাটকটা খুবই ভালো যাবে। নাটকটির গল্প অনেক সুন্দর।

মাতৃভূমি হার্ট কেয়ার নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন জীশান সুলতানুজ জামান।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।