ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রাবন্তীকে নিয়ে মুনের প্রথম দ্বৈত (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
শ্রাবন্তীকে নিয়ে মুনের প্রথম দ্বৈত (ভিডিও) অটামনাল মুন ও শ্রাবন্তী

‘তুমি মানে আমি, আমি মানে তুমি/হয়ে যাবো ভালোবেসে/মনের এমন শীতে, ঘন কুয়াশাতে/চাদর হবে তুমি এসে’- অটামনাল মুনের কথা-সুর-সংগীতে তারই সঙ্গে গানটি গেয়েছেন নবাগতা শিল্পী শ্রাবন্তী। এটি মুনের ক্যারিয়ারে প্রথম দ্বৈত গান। 

বাংলানিউজের সঙ্গে আলাপে মুন জানান, বিরতির পর গত বছর গানে ফিরেছেন তিনি। পেয়েছেন সাফল্যও।

গত বছর তার গাওয়া ‘তুই আমার মন ভালো’রে বেশ জনপ্রিয়তা পায়। মুন এখন নিজের পাশাপাশি গান তৈরি করছেন প্রতিশ্রুতিশীল শিল্পীদের জন্য। এই তালিকায় এবার যুক্ত হলেন শ্রাবন্তী। ‘তুমি মানে আমি’ গানটি প্রকাশের পর থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানালেন। গানচিল মিউজিক থেকে প্রকাশিত গানটির ভিডিওচিত্র তৈরি করেছেন বর্ণ চক্রবর্তী।  

শ্রাবন্তী জানান, এটি তার জীবনের দ্বিতীয় গান। ছোটবেলায় মায়ের কাছে, পরে ছায়ানটে গান শিখেছেন তিনি। রবীন্দ্রসংগীতের প্রতি তার বিশেষ টান রয়েছে। ক্যারিয়ার গড়তে চান আধুনিক গানে। তার বিশ্বাস, ‘তুমি মানে আমি’ গানটি দর্শক-শ্রোতার মন জয় করবে।

* ‘তুমি মানে আমি’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।