কক্সবাজার এরিয়াতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সাগর। বিজয়ের পর ফিরে এসে দেখে তার ছোট ভাই ও মাকে স্বাধীনতাবিরোধিরা হত্যা করেছে।
ছোটভাইকে স্মরণে রাখার জন্য প্রতিদিন একটি করে ফুল তার মেয়ে ঢেউয়ের জন্য নিয়ে যায়। একসময় সন্ত্রাসীরা ঢেউয়ের মুখে এসিড নিক্ষেপ করলে তার মুখ ঝলসে যায়। তবুও উচ্চশিক্ষায় শিক্ষিত সমুদ্র নামক এক যুবক এসিডদগ্ধ ঢেউকে বিয়ে করতে চায় কারণ ঢেউয়ের প্রতি তার ভালোবাসা প্রবল।
এমনই গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘সমুদ্রের ঢেউ’। আব্দুল আজিজের রচনায় প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল আজিজ, ইমতিয়াজ বষর্ণ, তানজিলা হক মাইশা, প্রমা আজিজ, কবির আহমেদসহ আরও অনেকে। নাটকটি শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এনএটি