ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শো  করতে গিয়ে অপদস্ত অভিনেত্রী 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
শো  করতে গিয়ে অপদস্ত অভিনেত্রী 

লাইভ অনুষ্ঠান বা শো করতে এসে প্রায়ই তারকাদের হেনস্তার শিকার হতে হয়। হারহমেশাই এমন ঘটনা ঘটতে দেখা যায়।

এবার যুক্তরাষ্ট্রে এমন ঘটনার শিকার হলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

অনুষ্ঠানের আয়োজকদের থেকে কতটা খারাপ ব্যবহার পেয়েছেন আর তার টিমের সঙ্গে কী ঘটেছে বিস্তারিত জানিয়েছেন সামাজিকমাধ্যম  ইনস্টাগ্রাম স্টোরিতে। আয়োজকরা তাদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেছেন যা অত্যন্ত অপমানজনক। আয়োজকদের মধ্যে একজন হানিয়ার ম্যানেজারের সঙ্গে অত্যন্ত নোংরা ভাষায় কথা বলেছেন বলে দাবি করেন হানিয়া।

হানিয়ার ভাষ্য, তিনি যখন ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন তখন ঘটনাটি ঘটেছে। বারবার আয়োজকদের পরিস্থিতিটি বোঝার জন্য অনুরোধ করেছেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। শুধু ম্যানেজারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তা নয়, ওই আয়োজক হানিয়াকেও গালিগালাজ করেন।

মুহূর্তে একটা অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হয়ে যায়। এই ঘটনায় হানিয়া তার ভক্তদের কাছেও ক্ষমা চেয়ে নেন।  

হানিয়াকে সবশেষ দেখা যায় ‘কাভি মে কাভি তুম’ ড্রামা সিরিয়ালে। এ ড্রামা সিরিয়াল নিয়ে পাকিস্তান-ভারতের পাশাপাশি বাংলাদেশি দর্শকদেরও আগ্রহের মাত্রা ছিল চূড়ান্তে। এক দম্পতির গল্প নিয়েই কাহিনি এগিয়ে যায়। এতে মুস্তাফা ও সারজিনা দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।