ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক কবীর সুমন৷ ব্যক্তিজীবনে পাঁচবার বিয়ে করেছেন তিনি। প্রেমে পড়েছেন বহুবার।
সমসাময়িক নানা বিষয়ে নানা মন্তব্য করার ক্ষেত্রে বরাবর সক্রিয় সুমন। সংবাদমাধ্যমে হোক বা সামাজিকমাধ্যম, নজর রাখলে তার কোনও না কোনও পোস্ট চোখে পড়ে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এই সংক্রান্ত এক ভিডিও সাক্ষাৎকার দিতে গিয়েই সুমন নিজের ছোটবেলার কথাটি জানান।
এক প্রশ্নের জবাবে কথা বলতে গিয়ে সুমন বলেন, পতাকার চেয়ে নিঃসন্দেহে ভালোবাসা বড়। আমি তো খুব ছোটবেলায় সমকামী ছিলাম। খুব ছোট না ১৬ বছর বয়সে। তারপর আর সমকামী নয়। তখন আমার মহিলাদেরই বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কবীর সুমন নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি সবাইকে ভারতীয়দের শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এনএটি