ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অন্ধকার অতীত নিয়ে মুখ খুললেন কবীর সুমন 

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
অন্ধকার অতীত নিয়ে মুখ খুললেন কবীর সুমন 

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক কবীর সুমন৷ ব্যক্তিজীবনে পাঁচবার বিয়ে করেছেন তিনি। প্রেমে পড়েছেন বহুবার।

তবে এবার এক অন্ধকার অতীত সামনে আনলেন 'গানওয়ালা'। ছোটবেলায় নাকি সমকামী ছিলেন। গায়ক নিজেই জানান এই কথা

সমসাময়িক নানা বিষয়ে নানা মন্তব্য করার ক্ষেত্রে বরাবর সক্রিয় সুমন। সংবাদমাধ্যমে হোক বা সামাজিকমাধ্যম, নজর রাখলে তার কোনও না কোনও পোস্ট চোখে পড়ে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এই সংক্রান্ত এক ভিডিও সাক্ষাৎকার দিতে গিয়েই সুমন নিজের ছোটবেলার কথাটি জানান।

এক প্রশ্নের জবাবে কথা বলতে গিয়ে সুমন বলেন, পতাকার চেয়ে নিঃসন্দেহে ভালোবাসা বড়। আমি তো খুব ছোটবেলায় সমকামী ছিলাম। খুব ছোট না ১৬ বছর বয়সে। তারপর আর সমকামী নয়। তখন আমার মহিলাদেরই বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।  

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কবীর সুমন নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি সবাইকে ভারতীয়দের শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।