ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইসিইউতে ‘উজান ভাটি’ সিনেমার নির্মাতা সি বি জামান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
আইসিইউতে ‘উজান ভাটি’ সিনেমার নির্মাতা সি বি জামান

‘উজান ভাটি’সহ বহু নন্দিত সিনেমার পরিচালক সি বি জামান। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে সি এফ জামান।

তিনি বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আব্বু বাথরুমে গিয়ে পড়ে যান। এর পরপরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। তিনটার দিকে আব্বুকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করেন। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন।  

সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সি এফ জামান জানান, আব্বু হার্ট অ্যাটাক করেছেন। সেই সাথে তার ক্রনিক কিডনী ডিজিজ থাকার কারণে তার তার হার্টের চারপাশে পানি জমেছে। ক্রিয়েটিনিন বেড়ে ৫ হয়েছে, অন্যদিকে হিমোগ্লোবিন কমে ৬। আপাতত ব্লাড ম্যানেজ করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর চেষ্টা চলছে, এরপর অন্য ট্রিটমেন্টে যাবে। সবাই দোয়া করবেন।  

এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এই কিংবদন্তি পরিচালক। সর্বশেষ গেল বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারি পরিচালক হিসেবে সি.বি. জামান ক্যারিয়ার শুরু করেন। ১৯৭৩ সাল হতে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি সিনেমা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ সময়ে তিনি নির্মাণ করেন- ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলি’র (১৯৯০) মতো কালজয়ী সিনেমা।

এর মধ্যে ব্যবসায়িক সফলতার পাশাপাশি ‘পুরস্কার’ সিনেমাটি ১৯৮৬ সালে ৯টি ক্যাটাগরির মধ্যে ৬টি’তে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। জাতীয় পুরস্কার পাওয়ার পাশাপাশি ‘পুরস্কার’ চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে ভারতের ‘গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘দিল্লী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ও রাশিয়ার ‘তাশখান্দ ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শিত ও প্রশংসিত হয়।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।