ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পুনরায় ইসির জনসংযোগ শাখা সামলাবেন আসাদুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
পুনরায় ইসির জনসংযোগ শাখা সামলাবেন আসাদুজ্জামান এসএম আসাদুজ্জামান

ঢাকা: সাড়ে পাঁচ মাস মাঠে কাজ করার পর আবারও নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ বিভাগ দায়িত্ব সামলাবেন সংস্থাটির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান।

রোববার (২২ মার্চ) এক অফিস আদেশে তাকে জনসংযোগ বিভাগে ‘ডেজিগনেটেড অফিসার’ হিসেবে পুনরায় নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। এই বিভাগে তিনি আগের মতোই জনসংযোগ পরিচালকের দায়িত্ব পালন করবেন।

২০১৯ সালের ২৭ আগস্ট এক অফিস আদেশে তাকে এই পদ থেকে বদলী করে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। আর তার স্থলে আনা হয়েছিল সিলেটের সে সময়কার আঞ্চলিক কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেনকে। তাকেও আবার সেই একই পদে বদলী করা হয়েছে।

এসএস আসাদুজ্জামান একজন দক্ষ জনসংযোগ পরিচালক হিসেবে অংশীজনের কাছে সামদৃত। তিনি তার চাকরিজীবনে জাতিসংঘের হয়ে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।