ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মঙ্গলবার ইউএনডিপির সঙ্গে বৈঠক ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
মঙ্গলবার ইউএনডিপির সঙ্গে বৈঠক ইসির ইসি

ঢাকা: আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউএনডিপির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।  এদিন দুপুর সাড়ে ১২টায় বৈঠকের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সময় দিয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) সিইসির দপ্তর এ তথ্য জানিয়েছে।  

জানা গেছে, জাতীয় নির্বাচনে সহায়তা করতে আগ্রহী ইউএনডিপি। ইসির কোনো চাহিদা আছে কি না, থাকলে কি করে সহায়তা দিতে পারবে সংস্থাটি সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।  

গত নভেম্বর ২১ ইসির কমিশন দায়িত্ব নেওয়ার পর এর আগে বিদেশিদের সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

গত ১০ ডিসেম্বর তুরস্কের তিন সাবেক সংসদ সদস্য এবং এর আগে জাতিসংঘের সঙ্গে বৈঠক করেছে ইসি। তারা নির্বাচনে সহায়তা দিতে চায়।

ইতোমধ্যে সিইসি নাসির উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দিতে বলবে সে অনুযায়ী নির্বাচনের জন্য তারা প্রস্তুত রয়েছে। এজন্য ভোটার তালিকা করাসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।  

এদিকে প্রধান উপদেষ্টার দপ্তর গণমাধ্যমকে ইতোমধ্যে জানিয়েছে, সংস্কার কার্যক্রম সীমিত পরিসরে হলে আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।