ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রথম সভায় তাবিথকে ডাকবো: আতিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
প্রথম সভায় তাবিথকে ডাকবো: আতিক আতিকুল ইসলাম

ঢাকা: ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে বিশাল ব্যবধানে এগিয়ে থাকা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ভোটে জয়ী হলে মেয়র হিসেবে প্রথম সভায় তাবিথ আউয়ালকে ডাকবো। তার সঙ্গে বসবো।

শনিবার দিনগত মধ্যরাতে হঠাৎ রিটার্নিং কর্মকর্তার ফলাফল পরিবেশন মঞ্চ পরিদর্শনে এসে এমন কথা বলেন তিনি । এর আগে তিনি রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমসহ সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।



আতিকুল ইসলাম বলেন, তাবিথের নির্বাচনী ইশতেহারে যদি ভালো কিছু থাকে, সেটা আমরা গ্রহণ করবো। সেটা নিয়ে কাজ করবো। আমি বিশ্বাস করি তার ইশতেহারে ভালো কিছু আছে।

ভোট নিয়ে তিনি বলেন, অনেকদিন পর এতো ক্লিন ভোট হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সিদ্ধেশ্বরী স্কুলে এক কেন্দ্রে আমিও ২৯১ ভোট পেয়েছি। তাবিথও ২৯১ ভোট পেয়েছে।

তিনি বলেন, এ ভোটের আমি সন্তুষ্ট। ভোটার না আসার পেছনে কারণ যানবাহন চলাচল করেনি ও শৈত প্রবাহ ছিল বলেও উল্লেখ করেন আতিক।  

বাংলাদেশ সময় : ০০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।