ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপি কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা, আহত ৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
বিএনপি কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা, আহত ৫ 

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২ নম্বর ওয়ার্ডের বিএনপি কাউন্সিলর প্রার্থী শহীদুর রহমান এনা ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এনাসহ ৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায়  মিরপুর ১ নম্বর পাইক পাড়া স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

শহীদুর রহমান এনা বলেন, শনিবার সকাল সাড়ে ৮টায় আমার নিার্বচনী এলাকার ৩০টি কেন্দ্র থেকে আমাদের পোলিং সব এজেন্টকে বের করে দেওয়া হয়।

 সকাল ৯টায় মিরপুর ১ নম্বর বশির উদ্দিন স্কুল, শিক্ষাবোর্ড স্কুল,পাইকপাড়া স্টাফ কোয়ার্টার স্কুল এমনকি আমার বাসার সামনের স্কুলের ভোটকেন্দ্রে গিয়েও ঢুকতে পারিনি। আওয়ামী লীগের লোকজন বাধা দিয়েছে।  

এনা আরও বলেন, দুপুর ১২টায় আমার বাসার সামনে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমিসহ আমার ছোট ভাই শফিউর রহমান ও ৩ কর্মী গুরুতর আহত হন। আশংঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রিজাইডিং অফিসারকে এ ঘটনা জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএমআই/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।