ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেষ সময়ে কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্র দখল চেষ্টা, সংঘর্ষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
শেষ সময়ে কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্র দখল চেষ্টা, সংঘর্ষ

ঢাকা: শেষ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ আবুজর গিফারি কলেজ কেন্দ্র দখলের চেষ্টা করেছেন দুই কাউন্সিলর প্রার্থী। তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

এই কাউন্সিলর প্রার্থীদের একজন আওয়ামীলীগ সমর্থিত গোলাম আশরাফ তালুকদার। আরেকজন এ দলেরই বিদ্রোহী মামুম রশিদ শুভ্র।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বার বার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে দুই গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
ইএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।