ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেন্দ্রে বিরোধীদলের এজেন্ট খুঁজলেন মাহবুব তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
কেন্দ্রে বিরোধীদলের এজেন্ট খুঁজলেন মাহবুব তালুকদার

ঢাকা: ভোটকেন্দ্রে দিতে এসে বিরোধীদলের মেয়র প্রার্থীদের এজেন্ট খুঁজে পাননি নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

ওই কেন্দ্রে সকাল সাড়ে ১১টার দিকে ভোট দিতে আসেন মাহবুব তালুকদার। বিভিন্ন বুথে গিয়ে ভোটের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

 

এ সময় বিভিন্ন বুথে গিয়ে জানতে চান, বিরোধীদলের প্রার্র্থীদের এজেন্ট রয়েছে কি না। বেশির ভাগ বুথ থেকে তাকে জানানো হয়, বিরোধীদলের কোনো এজেন্ট নেই।

এরপর ওই কেন্দ্রে ভোট দেন মাহবুব তালুকদার। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিভিন্ন বুথে বিরোধীদলের মেয়র প্রার্থীদের এজেন্ট খুঁজে পাইনি। কেন পাইনি এটা আমি বুঝতে পারছি না।  

এ সময় সাংবাদিকরা জানতে চান, এর কারণ কী? এর উত্তরে মাহবুব তালুকদার বলেন, ‘কেন নাই সেটা আপানারাই খুঁজে বের করুন। ’

নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি এখন এই প্রশ্নের উত্তর দিতে পারি না। কারণ ভোট চলছে। বিকাল ৪ টার আগে এটা নিয়ে আমি কথা বলতে পারি না। নির্বাচন শেষ হলেই এ বিষয়ে মন্তব্য করা যেতে পারে।

শনিবার সকাল ৮টা থেকে ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট শুরু হয়েছে। যা চলবে বিকেল চারটা পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।