ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

খিলগাঁওয়ে প্রার্থী নিজের মাথা নিজেই ফাটিয়েছেন: পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
খিলগাঁওয়ে প্রার্থী নিজের মাথা নিজেই ফাটিয়েছেন: পুলিশ

ঢাকা: খিলাগাঁও গোড়ান শান্তিপুর স্কুল ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম ভুট্টু নিজের মাথায় নিজে আঘাত করে রক্ত বের করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বলে দাবি করেছে পুলিশ। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘সকালের দিকে দক্ষিণের দুই নম্বর ওয়ার্ডের লাটিম মার্কা স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম ভুট্টু। তিনি ভোটারদের আকৃষ্ট করার জন্য নিজের মাথা নিজে আঘাত করে রক্তাক্ত করেছেন।

বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে ঘুরে তা দেখিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। ’

তিনি আরো জানান, ওনাকে কেউ মারধর করেছে এরকম সংবাদ আমরা পাইনি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০ 
এজেডএস/এজে
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।