ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালের কণ্ঠের প্রধান আলোকচিত্রীর ওপর হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
কালের কণ্ঠের প্রধান আলোকচিত্রীর ওপর হামলা

ঢাকা: ঢাকা সিটি ভোটে দায়িত্ব পালনকালে দৈনিক কালের কণ্ঠের প্রধান আলোকচিত্রী শেখ হাসানের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর কর্মীরা। এ সময় তার ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে গেছেন হামলাকারীরা।

শনিবার (০১ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪ নম্বর ওয়ার্ডের মাদারটেক স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হামলার শিকার শেখ হাসান জানিয়েছেন, সকালে ভোটগ্রহণ শুরুর পর মাদারটেক স্কুল কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন তিনি।

হঠাৎ আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কর্মীরা তার ওপর হামলা চালান। তাকে মারধর করেন। তার ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।