ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছোলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
ছোলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। 

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর আগেই ছোলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ইভিএমে ভোট দেওয়ার পরে বেরিয়ে এসে ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

মো. মাছুম ফকির নামের এক ভোট দিয়ে বেরিয়ে এসে বাংলানিউজকে বলেন, ব্যালটের চেয়ে ইভিএমে ভোট দেওয়া অনেক সহজ।  ভোট কক্ষে প্রবেশ করার পর আমার আঙুলের ছাপ নিয়েছে। তারপর আমি সুইচ টিপে ভোট দিয়ে চলে এলাম। আমার কাছে খুব সহজ মনে হয়েছে।

লাইনে দাঁড়িয়ে থাকা রবিউল হুসাইন বলেন, আগে তো ব্যালটে সিল মেরে ভোট দিয়েছি। এবার প্রথম ইভিএমে ভোট দেওয়ার জন্য এসেছি। আমার মতো সবারই একটি বিশেষ আগ্রহ কাজ করছে ভোট দেওয়ার।  

ছোলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০  
এসই/এইচএডি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।