ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেন্দ্রে আসছেন ভোটাররা, পুরান ঢাকায় উৎসবের আমেজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
কেন্দ্রে আসছেন ভোটাররা, পুরান ঢাকায় উৎসবের আমেজ

ঢাকা: উৎসবের আমেজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পুরান ঢাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা আসতে শুরু করেছেন। ভোটকেন্দ্রের বাইরেও ভোটার এবং উৎসুক দর্শনার্থীরা জড়ো হয়েছেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

সকাল ৭টা ৫০ মিনিটে সূত্রাপুরের ৬৭৮ নম্বর কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা দু’একজন করে কেন্দ্রের সামনে আসছেন।

এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকাল ৮টা থেকে তারা ভোট গ্রহণ শুরু করেন।

দুই হাজার ৯৭৫ জন ভোটার এই কেন্দ্রে ভোট দেবেন। এই সিটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসসহ প্রায় সব প্রার্থীর পোলিং এজেন্ট এই কেন্দ্রে দেখা গেছে।

সকাল ৮টা ১০ মিনিটে পুরান ঢাকার ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব কেন্দ্রে দেখা যায় নারী ভোটারদের লাইন।

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, ৩৪৯ জন ভোটার রয়েছে এই কেন্দ্রে। পোলিং এজেন্টরাও এসেছেন কেন্দ্রে।  

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে। বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রয়েছে সরব উপস্থিতি ।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।