ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাতে ফেসবুক লাইভে আসছেন আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
রাতে ফেসবুক লাইভে আসছেন আতিক

ঢাকা: নির্বাচনী প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের কাছে আছে আর কিছু সময়। তাই শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কাজে ব্যস্ত প্রার্থীরা। এ অবস্থায় আধুনিক প্রযুক্তির সাহায্যও নিয়েছেন অনেক প্রার্থী। 

এরই অংশ হিসেবে বৃহৎ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় নিজ ফেসবুক পেজে লাইভে আসবেন বলে জানানো হয়েছে আতিকের পক্ষ থেকে।

 

আতিকের ফ্যান পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, লাইভে এসে নাগরিকদের-ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেবেন মেয়র প্রার্থী আতিক।

এতে বলা হয়, ‘আজ রাত ৯ টায় ফেসবুক লাইভে মেয়র পদপ্রার্থী থাকবেন আপনার প্রশ্নের অপেক্ষায়। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন’ ২০২০-কে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি করেছেন। সেই অঙ্গীকারে আজ রাত ৯ টায় সবার অংশগ্রহণ কামনা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শেষ দিনের মতো নির্বাচনী প্রচারণায় ভাষানটেক এলাকায় সকাল ১১ টায় গণসংযোগ করেন আতিকুল ইসলাম। এছাড়া বিকেলে নতুন বাজার এলাকা থেকে গণমিছিলে অংশনেবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।