ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

৮ ভেন্যু থেকে ডিএনসিসির নির্বাচনী সরঞ্জাম বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
৮ ভেন্যু থেকে ডিএনসিসির নির্বাচনী সরঞ্জাম বিতরণ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও আনুষঙ্গিক মালামাল রাজধানীর ৮টি ভেন্যু থেকে বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে সকাল দশটার দিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গিয়ে দেখা গেছে সেখান থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে।

সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম মালামাল বিতরণ করছেন।

যে আটটি ভেন্যু থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে সেগুলো হলো- উত্তরা কমিউনিটি সেন্টার, ঢাকা ডেন্টাল কলেজ মিরপুর-১৪, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা), ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মিরপুর-২, বনানী বিদ্যানিকেতন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ও  রেসিডেনসিয়াল মডেল কলেজ।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসএমএকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।