ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

জয় আমাদেরই হবে: ইশরাক হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
জয় আমাদেরই হবে: ইশরাক হোসেন নির্বাচনী প্রচারণায় ইশরাক হোসেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: দলের কর্মী-সমর্থকদের কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ১ ফেব্রুয়ারি বিজয় আমাদেরই হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে জনগসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

ধানমন্ডি ২৭ নম্বর থেকে শুরু করে আবাহনী মাঠ, ৭/এ সড়ক ধরে কলাবাগান, সাইন্স ল্যাবরেটরি, হাতির পুল, বাংলামোটর হয়ে সিআর দত্ত রোডে এসে পথসভার মধ্য দিয়ে প্রচারণা শেষ করেন ইশরাক হোসেন।

এর আগে কলাবাগানে পৃথক এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিদিনই সাধারণ মানুষ ধানের শীষের কাতারে শামিল হচ্ছেন। গণজোয়ারে ভীত হয়ে ক্ষমতাসীনরা দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে।

এসময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নেতা নুরুল ইসলাম মঞ্জু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলাদল নেত্রী হেলেন জেরিন খান, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েল, যুবদল নেতা মোরতাজুল করিম বাদরু, এসএম জিলানীসহ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।