ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকায় ভোট চাইলেন শমসের মবিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
নৌকায় ভোট চাইলেন শমসের মবিন

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের জন্য নৌকায় ভোট চাইলেন বিকল্পধারার বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী ও মাহবুব আলী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারাদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাখালী, তেজগাঁও, তিতুমীর কলেজ, গুলশান-১, গুলশান-২ এবং বনানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিকল্পধারার এ দুই নেতা।

এসময় তারা লিফলেট বিতরণ করে আতিকুলের পক্ষে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।

এসময় তাদের সঙ্গে বিকল্পধারার সহ-সভাপতি ভূদেব চক্রবর্তী, এনায়েত কবীর এবং শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।