ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মির্জা ফখরুলের কাছে নৌকায় ভোট চাইলেন আতিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
মির্জা ফখরুলের কাছে নৌকায় ভোট চাইলেন আতিক

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোট ও দোয়া চেয়েছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের নিচতলায় চায়ের টেবিলে আতিক ফখরুলের কাছে ভোট চান। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অপরদিকে, সাংবাদিক নেতাদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, কোষাধ্যক্ষ শ্যামল দত্তসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম ভোট চাওয়ার পর বিএনপি মহাসচিব বলেন, আমি ঢাকা সিটির ভোটার নই। ঠাকুরগাঁওয়ের ভোটার। সব প্রার্থীর জন্যই আমাদের দোয়া থাকবে, যাতে একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়।

এসময় আতিক বিএনপির অন্যান্য নেতার কাছেও ভোট চান এবং হাত মেলান।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।