ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেন্দ্রে কেন্দ্রে চলছে ইভিএম প্রদর্শন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
কেন্দ্রে কেন্দ্রে চলছে ইভিএম প্রদর্শন ইভিএম

ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন ভোটকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রদর্শন চলছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শন চলছে।

দিনব্যাপী এই প্রদর্শনীতে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দান পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা নিতে পারবেন। এছাড়া আগামী ৩০ জানুয়ারি প্রতিটি কেন্দ্রে মক ভোটিং শুরু হবে। ওইদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মক ভোটিং চলবে।

এদিকে আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইভিএম প্রদর্শনী চলছে। ২৭ ডিসেম্বর থেকে এটি শুরু হয়েছে। এখানে শুধুমাত্র প্রার্থী, প্রস্তাবক ও প্রার্থীর সমর্থকরা প্রদর্শন বা প্রশিক্ষণ নিতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।