ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ওয়ারীতে শ্রমিকদল নেতা গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
ওয়ারীতে শ্রমিকদল নেতা গুলিবিদ্ধ আহত তিনজন।

ঢাকা: সিটি নির্বাচনের প্রচারকালে রাজধানীর ওয়ারী থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শান্ত গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বিএনপির আরও দুই কর্মী।  

আহতদের দাবি আওয়ামী লীগ সমর্থকরা তাদের ওপর এ হামলা চালিয়েছেন।

আহত দুই বিএনপি কর্মীরা হলেন- আরজু (৪০) ও শেখ রবিন (৪৫)।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ওয়ারী বনোগ্রাম জুগিনগর লেন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহতরা অবরুদ্ধ ছিল। এক পর্যায়ে তারা ঘটনাস্থল থেকে বের হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সহকর্মীদের সহযোগিতায় চিকিৎসা নিতে আসেন।

গুলিবিদ্ধ শান্তর অভিযোগ, ৩৮ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মেহেরুন্নেসার (রেডিও প্রতীক) নির্বাচনী প্রচারণার জন্য ওয়ারী বনোগ্রাম জুগিনগরের তিন নম্বর লেনে তারা অবস্থান করছিলেন। এ সময় ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজ আহমেদ মান্নাফির (ঘুড়ি প্রতীক) লোকজন তাদের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি ছোড়ে।  

শান্তর দাবি, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারীর বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইফতেখার আহমেদ বাংলানিউজকে জানান, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আহত তিনজনের মধ্যে শান্ত নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এক্সরে করার পর চিকিৎসকরা গুলির চিহ্ন পেয়েছেন। তার বাম উরুতে গুলি লেগেছে। তবে আরও দু’জন সামান্য আহত তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।