ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাংবাদিকদের সঙ্গে রোববার বৈঠকে বসছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
সাংবাদিকদের সঙ্গে রোববার বৈঠকে বসছে ইসি

ঢাকা: আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে রোববার (২৫ জানুয়ারি) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচন কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ওইদিন বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা, ইসির পক্ষ থেকে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। পুরো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।