ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

উত্তরখানে কাউন্সিলর প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
উত্তরখানে কাউন্সিলর প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের ৪৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইদুর রহমান সরকার ও তার ছোট ছেলে নাসিম সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী মো. জাইদুল ইসলাম মোল্লা।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসে তিনি অভিযোগ জানান।

ঢাকা মহানগর উত্তরের তাঁতি লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মো. জাইদুল ইসলাম মোল্লা বাংলানিউজকে বলেন, উত্তরখান মাস্টারবাড়ি এলাকায় আমার নির্বাচনী প্রচারণার অফিস ভেঙে দিচ্ছেন।

এছাড়াও আমার ব্যানার ও পোস্টার ছিঁড়ে পিকআপভ্যানে করে নিয়ে গেছেন সাবেক কাউন্সিলরের সমর্থক। আমাদের কাছে তথ্য-প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ রয়েছে।  

এ প্রার্থী আরো বলেন, বিভিন্নভাবে আমার সমর্থনকারীদের ভয়-ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি রাতে আমার সমর্থক বাবুকে ফোনে জীবননাশের হুমকি দেওয়া হয়। এছাড়াও আমার সমর্থকদের শাসিয়ে বলা হচ্ছে নির্বাচনের পরে তাদের এলাকাছাড়া করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এমএমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।