ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আস্থা রাখার আহ্বান আতিকপত্নীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আস্থা রাখার আহ্বান আতিকপত্নীর

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে আতিকুল ইসলামের ওপর আবারও আস্থা রাখার আহ্বান জানালেন আতিকপত্নী ডাক্তার শায়লা সাগুফতা ইসলাম।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর কড়াইল বস্তি এলাকায় আতিকুল ইসলামের পক্ষে গণসংযোগ করেন তিনি। টানা তৃতীয় দিনের মতো স্বামীর পক্ষে তিনি প্রচারণা চালান।

এসময় ডা. শায়লা বলেন, তিনি (আতিক) প্রায় নয় মাস দায়িত্বে ছিলেন। এ সময়ে নগরবাসীর জন্য তিনি সবসময় কাজ করেছেন। এবারও নির্বাচিত হলে সেই কাজ তিনি অব্যাহত রাখবেন।  

ভোটারদের প্রতি তিনি আতিকুল ইসলাম ও নৌকার ওপর আস্থা রাখার আহ্বান জানান।

এদিন কড়াইল বস্তি এলাকার বেলতলা থেকে এরশাদ নগর পর্যন্ত এলাকায় গণসংযোগ করেন আতিক পত্নী। আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হলে সুস্থ, সচল, নারী ও শিশু বান্ধব ঢাকা গড়ে তুলবেন বলে আশ্বাস দেন ডা. শায়লা সাগুফতা ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসএইচএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।