ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুরে ৩ ইউপিতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
গাজীপুরে ৩ ইউপিতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুইটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মার্চ) গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর, পিরুজালী ও ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।  

গাজীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম জানান, ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে মো. ফজলুল হক মুসুল্লী (বিএনপি) ৫ হাজার ৩১১ ভোট পেয়ে নির্বাচত হয়েছেন।

এছাড়া ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদে মো. আবু বকর ছিদ্দিক (বিএনপি) ১৪ হাজার ১০০ ভোটে ও পিরুজালী ইউনিয়নে সাইফুল্লাহ সরকার (স্বতন্ত্র) ৬ হাজার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।